কামরুল হাসানঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের চলছে মহা উৎসবএতে হুমকির মুখে পড়েছে নদীর তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।তিস্তা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন।
এ চিত্র সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামে।
নদীর তীরবর্তী বাসীন্দাদের অভিযোগ চিলমারী ইউনিয়নের মোকছেদ রহমান এবং তার ভাই আক্কু মিয়া এলাকার প্রভাবশালীদের সহযোগিতায় চলছে এ বালু উত্তোলন।
ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করায় প্রতিবছর নতুন করে ভাঙ্গনের পরিধি বাড়ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বসত বাড়ি সহ ফসলি জমি।
স্থানীয় বাসিন্দা জাহেদা বেগম বলেন,বসত ভিটা নদীতে চলি যায় আর উমরা কতা শোনে না।বাধা দেওয়ার পরও জোড় পুর্বক ড্রেজার বসায়ছে।হামরা অসহায়। কোনদিন জানি হামার বসত বাড়ি ভাঙ্গি যায়।
এদিকে একই এলাকার ছকমল বলেন,হামার বাড়ি ভিটে ভাঙ্গি যায়।বসত বাড়ি নদীত যায়।তাও উমরা জোর করি ড্রেজার বসায়ছে।
অন্য দিকে একই এলাকার বাসিন্দা জাহেদুল সহ অনন্যারা বলেন, আমাদের বাড়ির নিকটে ড্রেজার বসায়ছে। এমনিতেই প্রতিবছর নদী ভাঙ্গনের শিকার হচ্ছি। এভাবে যদি ড্রেজার দিয়ে মাটি তোলে তাহলে আমাদের বসত বাড়ি থাকবে না। এলাকার প্রভাবশালীরা টাকা খেয়ে ড্রেজার বসায়ছে।
তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত মোকছেদ বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বসত ভিটা ভাঙ্গবে না।
অবশ্যই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠো ফোনে বলেন, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।