কামরুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
অবসরে যাওয়া এক শিক্ষককে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। ওই শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ,সাবেক - বর্তমান শিক্ষার্থীরা এক বর্ণিল আয়োজন করেন।
অশ্রুসিক্ত নয়নে বিভিন্ন ফুলের মালা ও উপহার সামগ্রী দিয়ে মাইক্রোবাসে ওই শিক্ষককে বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন - শিক্ষক আশরাফুল ইসলাম, রাজকুমার, একরামুল হক, বিপুল কুমার সরকার, শিক্ষার্থী আবু রায়হান, মেহেদী হাসান, অনামিকা, প্রমূখ। এছাড়াও অনেক প্রাক্তন শিক্ষার্থী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্যারের বিদায়কে স্মরণ করে রাখে।
রবিবার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের চাকরিজীবনের শেষ দিন ছিল। ওই দিন শতশত শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়ন ও ভালোবাসায় দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে।
ওই শিক্ষক উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের বাসিন্দা। তিনি কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সাইফুল ইসলাম স্যার শুধু শিক্ষক ছিলেন না, তিনি পিতার মতো আমাদের স্নেহ করতেন। তার বিদায় আমাদের খুবই মর্মাহত করছে। তিনি না থাকলেও তার দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।
বিদায়ী শিক্ষক সাইফুল ইসলাম তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার দোয়া রেখে গেলাম।তোমরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমাদের কথা মনে পড়বে।তোমরা নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ ৩৮ বছর এক সঙ্গে চলার পথে যদি কোন ভূলত্রুটি হয়ে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।