প্রতিনিধি 24 August 2025 , 11:18:53 প্রিন্ট সংস্করণ
কামরুল হাসানঃ সুন্দরগঞ্জ, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট )সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী রেশমী আক্তার, মোহনা আক্তার, সাগরীকা আক্তার , প্রাক্তন ছাত্র মেহেদী, নাজমুল হুদা, শাহীন মিয়া, মাহমুদ ইসলাম, লিমন মিয়া , শফিকুল ইসলাম, এলাকাবাসী আউয়াল মিয়া , মহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বসুনিয়া বিগত দিনে তাঁর মামা মোঃ হালিম বসুনিয়াকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে প্রতিষ্ঠানটিতে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। সেই সময় প্রধান শিক্ষক ও তার মামা ক্ষমতার জোড়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে অন্যান্য শিক্ষকদের কোনঠাসা করে রেখেছিল।
শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের খেলার মাঠ দখল করে প্রধান শিক্ষক লিজ/বন্দক রেখে সেখানে বর্তমানে ধান চাষ ও ঘাস করা হচ্ছে। যা থেকে প্রধান শিক্ষক বছরের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ে মসজিদ নির্মাণ করার কথা বলে প্রধান শিক্ষক শ্রেণী ভেদে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে থেকে ২০০/৩০০ টাকা করে নিয়ে মসজিদ নির্মাণ না করেই শিক্ষার্থীদের হাজার হাজার টাকা আত্মসাৎ করে।
বিদ্যালয়ের গাছ কেটে নিয়ে প্রধান শিক্ষক তার বাড়ির আসবাবপত্র পত্র তৈরি করাও অভিযোগ উঠেছে।
এছাড়াও স্কুলের পাশে একটি ডাকঘর ছিল প্রধান শিক্ষক তা ক্ষমতার দাপটে উচ্ছেদ করে এতে করে।যার ফলে ঐ এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে।
এসব অন্যায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক বিভিন্নজনকে হামলা মামলার ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগে জানা যায়।
শিক্ষার্থীদের দাবি দুর্নীতিগ্রস্ত ঐ প্রধান শিক্ষককে দ্রুত অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে তারা।
এদিন প্রধান শিক্ষকের রুম তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিয়ার রহমান বলেন, আমার আসা বেশিদিন হলো না। আসার পর থেকেই দেখছি বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ হচ্ছে ও অন্য আর একজায়গায় ঘাস করা হচ্ছে।
এবিষয়ে জানতে বর্তমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস কে একাধিকবার ফোন করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।