গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের ২নং ওর্য়াডের দক্ষিণ রামজীবন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার আসাদুজ্জামান টুটুলের ছোট ছেলে। আব্দুল্লাহ স্থানীয় রামভদ্র ডিবিএইচ আদর্শ শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহ কে তার মা রাগারাগি করছিলো। এরই একপর্যায়ে মাকে ফাকি দিয়ে নিজেদের টিনসেড ঘরের বারান্দার ছাদে ওঠে আব্দুল্লাহ। এসময় ঘরের টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।