অন্যান্য

সুন্দরগঞ্জে ভাংঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ

  প্রতিনিধি 1 October 2024 , 8:31:08 প্রিন্ট সংস্করণ

কামরুল হাসানঃ স্টাফ, রিপোর্টারঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরে পেলেও নদীভাঙনের আতঙ্কে রয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপাড়ের বাসিন্দারা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। কিন্তু এখনও তলিয়ে রয়েছে চরাঞ্চলের আমন ক্ষেত ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পথঘাট। ফলে এখনও পানিবন্দি কয়েক হাজার পরিবার। এর মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সঙ্কট।

তিস্তার পানি কমায় ইতোমধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ,তারাপুর, বেলকা, কঞ্চিবাড়ি, শ্রীপুর, কাপাসিয়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। নির্ঘুম রাত কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

হরিপুর ইউনিয়নের চর রাঘব গ্রামের আলী আহমেদ বলেন, পর পর কয়েকবার বন্যার কবলে পড়ে ক্ষেত নষ্ট হয়ে গেছে। আর চলতি বন্যায় চরাঞ্চলে থাকা তিন বিঘা জমির আমন ক্ষেত এখনও পানিতে তলিয়ে আছে। শেষ এই সম্বলটুকু ঘরে তুলতে না পারলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। আর যেটুকু জমি ছিল গত বন্যায় সেটুকুও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কাপাসিয়া ইউনিয়নের বাতামের চর এলাকার আব্দুল হামিদ বলেন, হঠাৎ করে বন্যা হওয়ায় গরু ছাগলের খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। আর যেকোনো মুহূর্তে আবারও বাড়তে পারে পানি এমন আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। তবে গত কয়েকদিন ধরে পানিবন্দি থাকলেও সরকারি কোনো ত্রাণ সহায়তা পাইনি আমরা।

বেলকা ইউনিয়নের জিগাবাড়ীর চর এলাকার আব্দুল করিম বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে রয়েছেন এখানকার এলাকাবাসী। যেকোনো মুহূর্তে দেখা দিতে পারে বড় ধরনের ভাঙন। ইতোমধ্যে অনেকের বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এদিকে বন্যার পানি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি (৪৪) জলকপাট খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পানি ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ছাড়া নদীপাড়ের পরিস্থিতির চরম দুর্ভোগে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ