প্রতিনিধি 16 December 2024 , 12:30:12 প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসম্বর) উপজেলা প্রশাসন সূর্যাদয়ের সাথে সাথে উপজেলা কেদ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে।
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তালন ও শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সেবামূলক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সুদরগঞ্জ প্রসক্লাব, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব সুন্দরগঞ্জ,
শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
সকাল ১১ টারদিকে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন – সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানার ওসি আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, পৌর সভার সাবেক মেয়র নুরুনবী প্রামানিক সাজু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতিখার হোসেন পপেল, বীরমুক্তিযাদ্ধা সিরাজুল ইসলাম, সুদরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোশাররফ হোসেন বুলু প্রমূখ।
এছাড়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময় শহিদ মুক্তিযাোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযাোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।