একাধিকবার গ্রেপ্তার, কারাবরণেও থেমে নেই কুখ্যাত দস্যু আসাবুর বাহিনী। দীর্ঘদিন বিরত থাকার পর গোপনে শক্তি বৃদ্ধি করে আবার তারা সুন্দরবনের গভীরে দস্যু কার্যক্রমে সক্রিয় হয়েছে।
সম্প্রতি এই বাহিনী বেশ কয়েকটি জেলেদের নৌকায় হামলা চালিয়ে অপহরণের পর মুক্তিপণও আদায় করেছে। বনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ মাস ধরে সুন্দরবনের পশ্চিমাংশে বিশেষ করে খুলনা রেঞ্জ সংলগ্ন এলাকায় তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৪৪ বছর বয়সি এই দস্যুর পুরো নাম আসাবুর সানা। সে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের আয়নাল সানার ছেলে। ওই এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকন বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছি গত ৭ আগস্ট থেকে আসাবুরের বাহিনী বনে দস্যুতা করতে নেমেছে। তারা জেলেদের জিম্মি করে অর্থ আদায় করছে।
জেলেরা জানিয়েছেন, সুন্দরবনে জেলেদের প্রবেশের জন্য আসাবুর বাহিনী টোকেন বাণিজ্য শুরু করেছে। যার প্রতি টোকেনের মূল্য ২০ হাজার টাকা। সঙ্গে ৪০০ টাকা মোবাইল ব্যাংকিং খরচও দিতে হচ্ছে। এই টোকেন প্রথম বার নিলে, মাসিক আবার ২ হাজার টাকা পরিশোধ করে নবায়ন করতে হচ্ছে।
তবে যদি কেউ টোকেন না নিয়ে বনে প্রবেশ করে তাহলে তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকন বলেন, গত কয়কেদিনে আমার এলাকার অন্তত ৪০ জন জেলে এই দস্যু বাহিনীর হাতে অপহৃত হয়েছিলেন। পরে তাদের দেওয়া একটি বিকাশ নাম্বারে খরচসহ ২০ হাজার ৪০০ টাকা পাঠাতে হয়েছে। তারপর তাদের মুক্তি মিলেছে।
কয়েকদিন আগে এই বাহিনীর হাতে আটক হয়েছিলেন কালাবগি গ্রামের অহিদুল শেখ। তিনি বলেন, আমাকে সুন্দরবনের শরবত খালীর খাল এলাকা থেকে অপহরণের পর বেদম মারপিটে রক্তাক্ত জখম করে। পরে আমার নৌকা লোহার শিকল দিয়ে তাদের ট্রলারে বেঁধে রাখে। এরপর আমার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপন হিসেবে দাবি করে। তবে অনেক অনুনয়-মিনতি করে ১০ হাজার ২০০ টাকা দিয়ে মুক্তি পেয়েছি।
আসাবুর জেলেদের অপহরণ করার পর তার পরিবারের সঙ্গে যে নাম্বার দিয়ে যোগাযোগ করেন, ওই নাম্বারদুটিও সংগ্রহ করেছেন এই প্রতিবেদক। আইন শঙ্খলা বাহিনীর সূত্রে পাওয়া তথ্য জানা গেছে, যার একটিতে মোবাইল ব্যাংকিং বিকাশের হিসাব রয়েছে। ওই হিসাবটি মো. হবি নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা।
জেলেরা জনিয়েছেন, আসাবুর বাহিনীর বেশিরভাগ সময়ে অবস্থান করছে সুন্দরবনে কালাবগি, ভদ্রা, শরবত খালী, হড্রা, আদাচাই ও পাটকোষ্টা সংলগ্ন এলাকায়। তাই ওই এলাকায় বর্তমানে জেলেরা মাছ আহরণ করতেও কম যাচ্ছেন। কালাবগি ফরেস্ট স্টেশন সূত্রে জানা গেছে, পূর্ণিমা ও অমাবস্যার সময়ে কালাবগী স্টেশন থেকে অন্তত ৪০০ থেকে ৫০০ জন জেলে বনে যাওয়ার অনুমতি নিতেন। তবে সর্বশেষ পূর্ণিমায় মাত্র ৩০ জন জেলে বনে যাওয়ার অনুমতি নিয়েছেন। তবে খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত এলাকার অধিকাংশ মানুষের জীবিকা কোন না কোন ভাবে সুন্দরবনের সঙ্গে জড়িত। আর এলাকার মানুষের যেসব অঞ্চলে মাছ বা কাঁকড়া আহরণ করেন, সেইসব এলাকাতেই আসাবুরের বিচরণ বেশি রয়েছে।
সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, জঙ্গলের গহীনে বনজীবীদের নৌকা আটকে রেখে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন ঘটনা শুনছি। বিষয়টি আমি প্রশাসনের একধিক ইউনিটকে জানিয়েছি। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তো এই এলাকা আবারও দস্যুদের হাতে চলে যাবে। আসাবুর সর্বশেষ গ্রেপ্তার হয়েছিল ২০২৩ সালের ২৩ আগস্ট। ডাকাতির সময়ে অস্ত্র গোলাবারুসহ র্যাবের কাছেগ্রেপ্তারের পরে দীর্ঘদিন কারাবরণ করেন। পরে মুক্তি পেয়ে কিছুদিন এলাকায় ছিল।
আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০০৩ সালে সুন্দরবনে মৃত্যুঞ্জয় বাহিনীর প্রধান আকাশ বাবু ওরফে মৃত্যুঞ্জয়ের সঙ্গে আসাবুর ডাকাতি শুরু করেন। ২০০৭ সাল পর্যন্ত তিনি ওই দলের সক্রিয় সদস্য ছিলেন। পরে মৃত্যুঞ্জয় দল ছেড়ে পার্শ্ববর্তী দেশে ভারতে চলে গেলে আসাবুর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতেন ও বিভিন্ন বাহিনীর সঙ্গে মিলে দস্যুতা করতেন। এক পর্যায়ে দস্যুতা করতে গিয়ে একটি ডাবল বেরেল বন্দুকসহ কোষ্টগার্ডের কাছে আটক হন। ওই অস্ত্র মামলায় তিন বছর কারাভোগ করে ২০১৫ সালে জামিনে মুক্তি পান।
পরবর্তীতে সে ২০১৬ হতে ছোট জাহাঙ্গীর বাহিনীর উপপ্রধান হিসেবে যোগদান করেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সুন্দরবন অঞ্চলের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন জলদস্যু, ৪৬২টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিল। পরে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে ‘দস্যুমুক্ত সুন্দরবন’ ঘোষণা করা হয়। সেই সময়ে ছোট জাহাঙ্গীর আত্মসমর্পণ করেলেও আসাবুর আত্মসমর্পন করেনি। তখন থেকে নানান উপায়ে তিনি নিজ নামে বাহিনী গঠন করে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই প্রসঙ্গে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জেলারা যে স্থানে মাছ ধরতে যায়, তা স্থল ভাগ থেকে কমপক্ষে ৩০ কিলোমিটার দূরে। ওই এলাকাটি নৌ-পুলিশ ও কোর্স্ট গার্ডের। এছাড়া জেলেরা কেউ বিষয়টি নিয়ে থানায় অভিযোগও দিতে চাই না। ওই এলাকার আওতাভুক্ত নলিয়ান নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, জেলেদের কাছে থেকে আসাবুর বাহিনীর অপহরণের তথ্য জানতে পেরেছিলাম। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। তাদের অনুমতি নিয়ে গত ৫ ও ৬ অক্টোবর আমরা সুন্দরবনে অভিযান চালিয়েছি। তবে আসাবুর বাহিনীকে ধরতে পারিনি। আমাদের সোর্স ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, সুযোগমতো আবারও অভিযান চালানো হবে।