অন্যান্য

সুপার নাইট টি-টেন টুর্নামেন্টের ফাইনাল কুড়িগ্রামে অনুষ্ঠিত 

  প্রতিনিধি 1 January 2025 , 12:32:44 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

কুড়িগ্রামের সদর উপজেলার কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সুপার নাইট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) রাত ৯টায় সদর উপজেলার ঐতিহ্যবাহী গাছবাড়ী মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাব ও শিরোনামহীন স্পোর্টিং ক্লাব। টসে জিতে বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাব ১০ উইকেটে ৫১ রান সংগ্রহ করে। জবাবে শিরোনামহীন স্পোর্টিং ক্লাব ১ বল হাতে রেখেই ৩ উইকেটের ব্যবধানে জয়লাভ করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাবের ফিরোজ।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মোঃ তারিক নজমুল (রোকন)। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গির (বিপ্লব)। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ রত্তন আলী।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক এম আর মিন্টু, পুলিশ অফিসার জয়নাল আবেদীন, রাজীব হাসান, এবং খেলা পরিচালনা কমিটির সদস্য সামিউম হাসান মীম, সোহানুর রহমান সোহান, ইউনুস, মমিনুর রহমান, ও রাশেদ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য, গত ৫ বছর ধরে কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী গাছবাড়ী মাঠে ক্রিকেটসহ বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ