প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ২:৫৯ পি.এম
সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে পারুয়ার বিলে মাছ ধরার অভিযোগ!

মোঃইকারামুল হাসান ক্রাইম রিপোর্টার মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলার পারুয়ার বিল জলমহল কে ঘিরে আবারও উত্তজনার সৃষ্টি হয়েছে।
জানা যায়,
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ কর্তৃক স্ট্যাটাস কো- বজায় রাখার নির্দেশনা অমান্য করে।
গত শনিবার সকালে এক পক্ষ উক্ত বিল থেকে মাছ ধরছে। এর আগে ১৯ আগষ্ট ২০২৫ তারিখে চেম্বার জজ পারুয়ার বিল জলমহল(মৌজা-হাটবাড়ীয়া, প্লট নং ৪০০০১)সংক্রান্ত নতুন লিজ কার্যক্রম স্থগিত
করে পূর্বাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়,
আদালতের আর্দেশ থাকা স্বত্বেও এক পক্ষ মাছ ধরতে যায়।
এসময় অপর পক্ষ তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনায় এলাকায় উত্তজনা বিরাজ করছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.