দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রহ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলাস্থ ঐতিহ্যবাহী
সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার ১১/৩/২৫ দুপুরে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ের শুরুতেই নবনির্বাচিত কমিটির সভাপতি মুফতি ইসহাক আল হোসাইন সুলতানপুরী ও উপজেলা নির্বাহী অফিসারসহ উক্ত কমিটির সকল সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সিফাত) মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি আলী আজম কাসেমী, মাওলানা খালেদ বিন সাজিদ,আলহাজ্ব আব্দুস শুকুর শুক্কু মিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জনাব আব্দুল হাই , শিক্ষক প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি রিয়াজুল ইসলাম চম্পা, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ নাজমুল হুদা, রুবেল, হেফাজত নেতা মুফতি ইয়াসিন আরাফাত নবীনগরী, মাওলানা ফাইজুর রহমান ফয়েজ, নাজিম উদ্দিন ভূঁইয়া, আবুল বাসার সহ জেলা - উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় এড হক কমিটির সভাপতি মুফতি ইসহাক আল হুসাইন সুলতানপুরী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি যেন আমার উপর দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথ, সততা, নিষ্ঠা ও আমানতদারীতার সাথে সকল প্রকার বৈষম্য দূরীভূত করে এক বিংশ শতাব্দীর সাথে যুগোপযোগী ভূমিকা পালন করতে পারি এবং উক্ত বিদ্যালয়ের নৈতিকতা ও শিক্ষার মান উন্নত করে যেন একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, যা দেশ ও জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সেজন্য সকলের কাছে দোয়া ও একান্ত সহযোগিতা কামনা করছি।
পরিশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়