বিনোদন

সেই অভিনেত্রীর সঙ্গে জিমিনের প্রেম ছিল, বিচ্ছেদও ঘটেছে

  প্রতিনিধি 2 September 2025 , 8:04:48 প্রিন্ট সংস্করণ

SAJJAD\

অভিনেত্রী সং দা-ইউনের সঙ্গে বিটিএস তারকা জিমিনের প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনার মধ্যে কোরীয় সংবাদমাধ্যম মানি টুডে জানিয়েছে, দুজনের মধ্যে অল্প সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল, তবে তা ভেঙে গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে জিমিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় সম্পর্কটা জমে ওঠে। তবে অল্প কিছুদিন পরই বিচ্ছেদ ঘটে। নাম না প্রকাশের শর্তে এক ঘনিষ্ঠজন মানি টুডেকে বলেন, ‘তারা স্বল্প সময়ের জন্য ডেট করেছেন।’

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ