আবুল ওহাব,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১১টায় চিনিকল গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
সরকারের অন্তর্বর্তীকালীন পর্যায়ের ঘোষণায় প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল পুনরায় চালুর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও এখনো পর্যন্ত সেই অর্থ মুক্ত হয়নি এবং সংস্কার কাজও শুরু হয়নি। ফলে আন্দোলনকারীরা দ্রুত অর্থ মুক্তি, মিল সংস্কার ও চালুর দাবিতে রাস্তায় নেমেছেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন, সদস্য লিমন খন্দকার,জামাল উদ্দিন,নুরে আলমসহ, সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সকল সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "সেতাবগঞ্জ চিনিকল উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম চিনিকল হলেও ২০২০ সাল থেকে এটি বন্ধ রয়েছে। এই মিল ঘিরে হাজার হাজার কৃষক ও শ্রমিকের জীবিকা। মিল বন্ধ থাকায় কৃষি ও স্থানীয় অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। অথচ এখনো সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।"
তাঁরা আরও জানান, সরকারের জুন মাসের বাজেট ঘোষণার আগেই—অর্থাৎ ৩০ জুনের মধ্যে—চিনিকল চালুর আনুষ্ঠানিক ঘোষণা না এলে, আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা বলেন, “আমরা শুধু দাবি করেই থেমে থাকব না, প্রয়োজনে রাস্তায় জীবন বাজি রেখে আন্দোলনে নামব।”
অবস্থান কর্মসূচির প্রথম দিনে শান্তিপূর্ণ পরিবেশে বক্তব্য ও প্রতিবাদ অনুষ্ঠিত হলেও উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ পরিলক্ষিত হয়।
আন্দোলন পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার কর্মসূচির দ্বিতীয় দিনে আরও বৃহৎ জনসমাবেশ পালন করা হবে।