অন্যান্য

সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করলেন চিনি ও খাদ্য কর্পোরেশন চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

  প্রতিনিধি 7 October 2024 , 9:44:34 প্রিন্ট সংস্করণ

মোঃ লতিফুল ইসলাম (ফুল),বোচাগঞ্জ

দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করলেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। ৬ অক্টোবর রবিবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্রজনতার সাথে মতবিনিময় করেন তিনি। এসময় এলাকাবাসী তাদের প্রাণের দাবী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু সহ চলমান আন্দলোন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলা তুলে ধরেন। সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপার সর্বাত্মক চষ্টা করার বিষয়ে আশ্বস্ত করেছেন বাংলাদশ চিনি ও খাদ্য শিল্প কর্পারশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। মত বিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন।

এসময় উপজলা নির্বাহী অফিসার (অঃদাঃ) সাইফুল হুদা,সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, আখতার হাসন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, হাজী মাহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদের আহবায়ক বাপন, সদস্য সচিব ইসমাইল হাসন, সদস্য সোহাগ হোসেন সহ কমিটির সকল সদস্য, এলাকার সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ