দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন ও কৃষক, শ্রমিক, ছাত্র ও রাজনৈতিক নেতাদের সাথে মত বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১৬ নভেম্বর) সকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এক সরকারি সফরে এই চিনিকল পরিদর্শনে আসেন। এসময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ২০২০ সাল থেকে বন্ধ থাকা সেতাবগঞ্জ চিনিকলের কারখানা সরজমিনে পর্যবেক্ষন করেন। পরবর্তীতে চিনিকলের অতিথি ভবন প্রাঙ্গনে কৃষক, শ্রমিক, ছাত্র ও রাজনৈতিক নেতাদের সাথে মত বিনিময় করেন।
উক্ত মত বিনিময় সভায় সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার এর সঞ্চালনায় সেতাবগঞ্জ চিনিকল চালুর পক্ষে বক্তব্য রাখেন আখ চাষী- হাসান আলী, আব্দুল্লাহ আল মামুন, সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্য- ইঞ্জিনিয়ার ফাহাদ চৌধুরী, ইমরুল কায়েস অয়ন, সারজিয়া আক্তার, সোহাগ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর শাখার সমন্বয়ক ফয়সাল মোস্তাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক মোঃ মুনতাকিমুল বারী, বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও নওশাদ আলী।
বক্তারা সেতাবগঞ্জ চিনিকল বন্ধের কারনে তাদের বর্তমান দুঃখ দুর্দশার কথা শিল্প উপদেষ্টা কাছে পেশ করেন। বক্তারা আরও জানান কিভাবে একটি সচল চিনিকলকে চক্রান্তমূলক ভাবে বন্ধ করে তৎকালীন ফ্যাসীবাদ সরকার এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়ার নীল নকশা তৈরী করেছিল।
সর্বশেষে শিল্প উপদেষ্টা তার বক্তব্যে চিনিকল চালুর ব্যপারে একটা ভালো সমাপ্তির আশা করে সকলকে পাশে থাকার আহবান জানিয়েছেন। তিনি চাষীদের আঁখ চাষের আহবান জানান এবং প্রক্রিয়ার মাধ্যমে চিনিকল চালুরও আশ্বাস দেন।