লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর লক্ষ্যে ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া খানপুর আখ চাষী মোঃ আব্দুল্লাহ আল মামুনের জমিতে আখ রোপন করে চলতি মৌসুমের আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত আখ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের মহা ব্যবস্থাপক কৃষি- মোঃ বেলায়েত হোসেন, মহা ব্যবস্থাপক অর্থ- মোঃ রাজু আহমেদ, আখ চাষী- মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফারুক, সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদের আহবায়ক মোঃ বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনিকলে পুনরায় আখ মাড়াই চালু করতে সকল চাষিদের বেশি করে আখ রোপন করতে হবে এবং চাষিদের যে কোন সহায়তায় চিনিকল কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত রয়েছে।