অন্যান্য

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি 25 October 2024 , 7:26:14 প্রিন্ট সংস্করণ

লিখন বনিক শুভ,

বোচাগঞ্জ (দিনাজপুর) 

দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে কৃষক সমাবেশ করেছেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার।
সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদে আহবায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকল চালু করণ টাস্কফোর্স জাতীয় কমিটি ও সদস্য পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল ক্বাফী রতন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক মোঃ মুনতাকিমুল বারী, বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্য মোঃ জহিররুল ইসলাম, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর পাটোয়ারী, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু, বিএনপি নেতা মনজুরুল ইসলাম ও নওশাদ আলী।
এসময় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এসময় আরও বক্তব্য রাখেন আখচাষী আব্দুল্লাহ আল মামুন, সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্য সোহাগ হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ