অন্যান্য

সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র মাদকসহ আটক- ৩

  প্রতিনিধি 15 November 2024 , 10:56:38 প্রিন্ট সংস্করণ

 

মতিন গাজী

 

যশোরের অভয়নগরে সেনাবাহিন অভিযানে ১৯টি দেশিও ধারালো অস্ত্র, ৩টি চাইনিজ কুড়াল ৪১৮পিচ ইয়াবা, ১৫০গ্রাম গাজা, ১০লিটার দেশী মদ, ৭৫০০/- নগদ টাকা, ১টি টানা মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা বউবাজার গ্রাম থেকে মাদক ব্যাবসায়ী রুহুল আমিন বিশ্বাস (৪৩) পিতা মৃত ইব্রাহিম বিশ্বাস ও সেন্টু আহমেদ (৫২) মৃত মোঃ আলী নামের দুইজন মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার গুয়াখোলা থেকে মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামের নামে অপর একজন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়।পরে আসামিদেরকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানান, অস্ত্র মামলা ও মাদাক মামলা ভিন্ন ভিন্ন খাতে প্রক্রিয়াধীন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ