অন্যান্য

সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই

  প্রতিনিধি 15 January 2025 , 5:31:41 প্রিন্ট সংস্করণ

 

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৩ টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৩ টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেন পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

 

আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর ও বিজিবি সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপবাসী।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ