অন্যান্য

সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ ১

  প্রতিনিধি 14 October 2024 , 3:50:51 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন – টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় নুর আলাইশাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাগর উত্তাল থাকায় সাগরের গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।
তিনি জানান, সকাল ১১ টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও একজন শিশু নিখোঁজ রয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ