প্রতিনিধি 16 October 2024 , 3:21:09 প্রিন্ট সংস্করণ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বুধবার
বুধবার(১৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে বুধবার সকাল থেকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৩৫ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সার্জন লেঃ কমান্ডার নাঈম হাসান, এএমসি।