অন্যান্য

সৈয়দপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: তেলবাহী গাড়ির চাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

  প্রতিনিধি 24 February 2025 , 3:48:24 প্রিন্ট সংস্করণ

 

মো: খালেকুল ইসলাম, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 

নীলফামারীর সৈয়দপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় সহিদুল ইসলাম ফিরোজ (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সেনানিবাস খোদা হাফেজ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম ফিরোজ ছিলেন সৈয়দপুর শহরের একজন পরিচিত ব্যবসায়ী। শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত “নুর এন্টারপ্রাইজ” (ক্রোকারিজ পণ্যের দোকান) এর স্বত্বাধিকারী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে হলেও, তিনি সৈয়দপুর শহরের কাজীপাড়ায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সহিদুল ইসলাম ফিরোজ মোটরসাইকেল চালিয়ে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি তেলবাহী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সড়ক দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। আমরা আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় সৈয়দপুর শহরে শোকের ছায়া নেমে এসেছে। সহিদুল ইসলাম ফিরোজের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ