মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধিঃ
শনিবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।
তিনি জানান, এই বছরের এপ্রিল মাস থেকে গত ১৩ আগষ্ট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে চারমাস এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। পরে অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ১৩ জন আমদানিকারককে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।
এছাড়া সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ আগষ্ট) পর্যন্ত চারটি ট্রাকে ১০০ টন পেঁয়াজ এই স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। আগামীকাল থেকে আরোও পেঁয়াজ আমদানি হতে পারে।
এদিকে, আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয় বিক্রেতাগন।
পুরাতন বাজারের পেঁয়াজ ব্যাবসায়ী মানিক জানান, কয়েকদিন ধরে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেছি। এখন পেঁয়াজের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমেছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম জানান, আড়তে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকায় এবং খুচর বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে অবশ্যই দাম কমবে।