প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৬:০০ এ.এম
সোনারগাঁও বেড়াতে এসে ঢাকা-চট্রগ্রাম মহসড়কে প্রাণ গেল দুই বন্ধুর

পলাশ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছে। বুধবার রাতে মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে, তিনি একজন ব্যবসায়ী। অপরজনের নাম হাবিব। তিনি একই এলাকার আবদুল বাতেনের ছেলে। সে ফিনল্যান্ড প্রবাসী।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা যায়। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রস্তুতি চলছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.