মোঃ সফিকুল ইসলাম,(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা থানার শাহি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার, ক্যারিয়ার গঠন, সময় ব্যবস্থাপনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ন আলোচনা সভা।
বৃহস্পতিবার (৮ মে) বলদিয়া ইউনিয়নের এই বিদ্যালয়ে কচাকাটা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমানে অনেক কিশোর-কিশোরী ভুল পথে ধাবিত হচ্ছে। তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা এবং সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
আলোচনায় উঠে আসে সমাজ সচেতনতা, মূল্যবোধের চর্চা, নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিতকরণ, প্রযুক্তির সুচারু ব্যবহার, ইভটিজিং প্রতিরোধ এবং বাল্যবিবাহের কুফল। শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করে।
সভা শেষে ওসি নাজমুল হোসেন বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের মানসিক দৃঢ়তা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এমন আয়োজনকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।