অন্যান্য

সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃত্যু

  প্রতিনিধি 24 February 2025 , 4:08:10 প্রিন্ট সংস্করণ

মোঃ ইকরামুল হোসেন 
ক্রাইম রিপোর্টার
মাগুর জেলার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা  মোঃটিপুল মোল্লার ছেলে মোঃনাবিল মাহমুদ সে মহম্মদপুর সরকারী আর এস কে এইচ ইনস্টিটিউটের খুবই মেধাবী একজন ছাত্র এলাকাবাসী জানায় সে ২০১৯ সালে এসএসসি পরিক্ষা পাস করে তারপর এইচএসসি তে  ভর্তি হয় একই পজেলার আমিনুর রহমান ডিগ্রী কলেজে সে কলেজ জীবন থেকে যুক্ত হয় ছাত্রদল রাজনীতি তে এলাকাবাসী জানান সে একজন দলের উদ্যোমী কর্মী ছিলো
 সে লেখা-পড়া শেষে মেধাবী থাকা স্বত্বেও টাকার অভাবে পায়নি কনো চাকরী পরিবারের অবস্থা সংকট এক সময় পরিবারের কথা ভেবে একটু সুখ-শান্তির আশায় গত ৬ থেকে ৭ মাস আগে পাড়ি জমায় সৌদি নামক প্রবাসে
প্রবাসে যাওয়ার সময় পরিবারের পক্ষে সম্পূর্ণ খরচ বহন করা সম্ভব হয়নি পরিবার সূত্রে জানা যায় অনেক টাকা ঋন নিয়ে তাকে পঠায় সৌদি আরবে
সূত্রে আরও জানা যায় সে সৌদি আরবে হোম ডেলিভারি কাজে নিয়োজিত ছিলো
মোটামুটি ভালোই যায় তার দিন ভাগ্যের কি নিমর্ম পরিহাস সে সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয় কিছু দিন চিকিৎসা অবস্থায় থাকে হসপিটালে
ছেলের দূর্ঘটনার সংবাদ পেয়ে কান্নায় বুক ভাসায় মা-বাবা আত্মিয় স্বজন সহ পাড়া প্রতিবেশী তারপর সে ফিরে আসতে চায় মা-বাবার কোলে
সে নিজ দেশে ফেরার আশায় গত ৮ ফেব্রুয়ারি বিমান বন্দরে আসে কিন্ত সে জীবিত অবস্থায় দেশে ফিরবে এমন ভাগ্য তার সহয় ছিলো না সে বিমান বন্দরেই সু্ন্দর এই পৃথিবীর মহমায়া ছেড়ে না ফেরার দেশে চলে যায়  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  নাবিলের বাবা-মা আর্থিক সমস্যার কারণে ছেলের মরাদেহ বাড়িতে আনতে একেবারেই অক্ষম হয়ে যান পরবর্তীতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার  নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সুযোগ্য সন্তান মোঃ রবিউল ইসলাম নয়ন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব এ সংবাদ পেয়ে ছুটে যাই নাবিলের পরিবার পরিজনের কাছে সে এ বিষয়টি নিয়ে খুবই দুঃখ প্রকাশ করে এবং নাবিলের মা বাবা তাকে জানায়  যেভাবেই হোক আমরা আমাদের সন্তানের মুখটা দেখতে চাই সুতরাং আপনি আমাদের সন্তানকে আমাদের বুকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন , তখন রবিউল ইসলাম নয়ন   মা বাবাকে কথা দেন আপনার সন্তানকে আপনাদের বুকে ফিরে আনবো যেই কথা সে কাজ ৮ ফেব্রুয়ারি নাবিল মারা যায় নাবিলের মরা দেহ বাংলাদেশে রবিউল ইসলাম নয়নের প্রচেষ্টায় পৌঁছায় ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ রবিবার রাত্রে,  নাবিলের মরা দেহ দেখে আত্মীয়-স্বজনসহ গোটা এলাকাবাসী  রবিউল ইসলাম নয়ন কে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করে অতঃপর নাবিলের মরাদেহ গোসল করিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে জানাযার নামাজ শেষে  দাফন কাফনের কাজ সম্পন্ন করা হয় নাবিলের মা বাবা দেশবাসী সকলের কাছেই এই আর্তনাদ জানাই তার সন্তানের পরপারে ভালো থাকার জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম দান করেন
নাবিলের এই অকাল মৃত্যুতে এলাকাবাসী শোক ও সমবেদনা জানান

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ