প্রতিনিধি 26 December 2024 , 10:44:35 প্রিন্ট সংস্করণ
বান্দরবান
স্ট্রোকের লক্ষণ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই ভাবেন শুধু একদিকেই অবশ বা প্যারালিসিস হয়ে যাওয়া মানেই স্ট্রোক।
সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের প্রতিটি কোষে রক্ত সঞ্চালন প্রয়োজন। কারণ এই রক্তের মাধ্যমেই শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছায়।
কোন কারণে মস্তিষ্কের কোষে যদি রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায় তখনই স্ট্রোক হওয়ার ঝুঁকির সৃষ্টি হয়।
মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে যদি আক্রান্ত অংশের কোষ নষ্ট হয় তবে তাকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে।
বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
মস্তিষ্কের অংশ বিশেষ ভাবে নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। সবার যে একই রকম উপসর্গ দেখা দেয় তা কিন্তু মোটেই নয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়।
কারো ক্ষেত্রে শরীরের ডান অথবা বাম অংশ অবশ হয়ে যায়। আবার কারো কারো কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হয়।
অনেক সময় রোগী বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কথা জড়িয়ে আসা, একটা চোখে অথবা দুই চোখে দেখতে সমস্যা হওয়া, চোখে ঝাপসা দেখা, চলাফেরা করতে না পারা, চলাফেরায় ভারসাম্য নষ্ট হওয়া, বিভিন্ন অঙ্গের কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেওয়া, তীব্র মাথা ব্যথা ইত্যাদিও কিন্তু স্ট্রোকের উপসর্গ।
সব সময় সবার ক্ষেত্রে একই রকম উপসর্গ না-ও হতে পারে।
স্ট্রোক হলে রোগীকে যথা সম্ভব দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। লক্ষণ বুঝতে সমস্যার কারণে অনেকে রোগীকে দেরিতে হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে কষ্ট না দিয়ে মূল্যবান সময় অপচয় না করে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। সঠিক ভাবে চিকিৎসা করলে বা চিকিৎসা দিলে রোগী অনেকটা ভালো হয়।