অন্যান্য

স্ত্রীর নগ্ন ছবি তুলে শ্যালককে পাঠান স্বামী, অতঃপর…

  প্রতিনিধি 13 October 2024 , 3:35:08 প্রিন্ট সংস্করণ

ঢাকা অফিস

পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর দায়ের করা মামলায় সিয়াম আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটক করা হয়। অভিযুক্ত সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের আল হেলালের ছেলে।
জানা গেছে, চলতি বছর ৬ সেপ্টেম্বর পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফি আইনে লিখিত অভিযোগ দেন সিয়ামের স্ত্রী। পরে অভিযোগটি আমলি ৪ নম্বর আদালতের (ভাঙ্গুড়া, চাটমোহর) ম্যাজিস্ট্রেট বেবী নাজনীন আমলে নিয়ে ভাঙ্গুড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৪ জুলাই সিয়ামের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী ওই নারীর। বিয়ের পর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে স্ত্রীকে বের করে দেন সিয়াম।

এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী। পরে সিয়াম মামলা প্রত্যাহার করার শর্তে স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনেন। এরপর স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। একপর্যায়ে কৌশলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন সিয়াম। এসব ছবি ও ভিডিও দেখিয়ে আবারও যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন অভিযুক্ত।

একপর্যায়ে সিয়াম তার স্ত্রীর ভাইয়ের (শ্যালক) ফেসবুক মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠিয়ে যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে তার বোনের ছবি নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। তবে বিষয়টি ভুক্তভোগী নারীর পরিবার গুরুত্ব না দেওয়ায় সিয়াম নগ্ন ছবি দিয়ে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে। এ ঘটনায় আদালতে যৌতুক, পর্নোগ্রাফি আইন ও পাবনার পারিবারিক আদালতে তিনটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

ভাঙ্গুড়া থানার এএসআই রবিউল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা করে সিয়ামকে আটক ও তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ