অন্যান্য

স্পেন থেকে ঘোড়ায় চড়ে পবিত্র হজ পালনে ৩ বন্ধু

  প্রতিনিধি 26 February 2025 , 1:36:18 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক 

সুদূর স্পেন থেকে ঘোড়ায় চড়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিন বন্ধু। তারা প্রায় ৮ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালন করবেন। এই পদক্ষেপের মাধ্যমে তারা ৫০০ বছরের পুরোনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

বার্তাসংস্থাটি বলছে, স্পেনের তিন বন্ধু পবিত্র হজ পালনের জন্য ঘোড়ায় চড়ে সৌদি আরবের মক্কায় যাচ্ছেন। তিন বন্ধুর একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা পবিত্র এই যাত্রা শুরু করেছেন।স্প্যানিশ ওই তিন বন্ধু হলেন- আবদুল্লাহ হার্নান্দেজ, আবদুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ। গেল সাড়ে ৩ মাস আগে তারা স্পেন থেকে ঘোড়ার পিঠে চেপে হজের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এখন তাদের যাত্রার আর অল্প অংশই বাকি আছে।
স্পেন থেকে দীর্ঘ ৮ হাজার কিলোমিটার পথ ভ্রমণে ইতালি, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা থেকে শুরু করে গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য দিয়ে তারা সৌদি আরবে পৌঁছাবেন। ইস্তাম্বুল সাবাহাতিন জাইম ইউনিভার্সিটির আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি ওই তিন বন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন।
স্প্যানিশ এই তিন হজযাত্রীর একজন হচ্ছেন- আবদুল কাদের হারকাসি। তিনি বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে তারা আনন্দিত। তারা পবিত্র এই যাত্রার জন্য কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন।
নানা ধরনের চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে হারকাসি আরও বলেন, তাদের যাত্রাটি দুঃসাহসিকতা পূর্ণ। তবে তারা ঘোড়ায় চড়ে হজে যাওয়ার সময়টা বেশ উপভোগ করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা হজ আদায় করার বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছি। ইতিমধ্যে আমরা অর্ধেকের বেশি রাস্তা পার করে ফেলেছি।’ তারা আশাবাদী বাকি অর্ধেক রাস্তাও তাদের সহজ হবে।
স্প্যানিশ ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা তুরস্কে রমজান মাস কাটাতে চান। পাশাপাশি দেশটির সুলতান আহমেদ মসজিদ ও হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে চান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ