মোহাম্মদ রায়হান
পবিত্র মাহে রমজানে
 ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ,স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে, মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য এক বিশেষ ইফতার আয়োজন করা হয়। এ আয়োজনটি অনুষ্ঠিত হয় টিএফসি-তে, যেখানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজ  বুধবার বিকেলে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ সামাদ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের আহ্বায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব রাসেল রানা মেহেদী,  রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি সোহেল রানা এবং স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁও-এর সভাপতি মোহাম্মদ রায়হান। এছাড়াও গণমাধ্যমকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি মানবতার সেবারও মাস। সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো হয়েছে। ইফতারের সময় শিশুদের উচ্ছ্বাস ও আনন্দপূর্ণ পরিবেশ স্পষ্টভাবে ফুটে ওঠে।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও শাখা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।