অন্যান্য

স্বপ্ন পূরনের কাছাকাছি.মোছাঃ রাশিদা পারভীন

  প্রতিনিধি 25 March 2025 , 3:14:30 প্রিন্ট সংস্করণ

 

মোঃইকরামুল হাসান

জেলা প্রতিনিধি মাগুরা

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসীন্দা।

 

লেখক,

মোঃইসরাফিল মোল্লার সুুযোগ্য, বিপুল মেধাবী,কন্যা

মোছাঃ রাশিদা পারভীন,,

 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৃতীয় স্থান করেছে

রাশিদা পারভীন।

 

আজ মঙ্গলবার দুপুরে একটি স্টাটাসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

 

তার ভাই,

মোঃ হাসিবুর রশীদ

জেনারেল অফিসার জনতা ব্যাংক লিঃ

 

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ডাক্তার হবে। সেই লক্ষ কে

সামনে রেখে তার সকল চেষ্টা ও কলা কৌশল অবলম্বন করে চলেছে তার পরিবারের দিক নির্দেশনায়।

 

তার পরিপার সূত্রে জানা যায়,

তার লেখাপড়ার কোনো সময় নেই। দিন রাত মিলে ১৮ থেকে ১৯ ঘন্টার ও বেশি পড়ার টেবিলে বই নিয়েই বসে থাকে রাশিদা।

 

সে জানয়, সৎ পরিশ্রম কখনো কৃপনাতা করে না

যার বাস্তব প্রমান সে নিজেই।

 

সে আরও জানায়, আমার এ পর্য়ন্ত আসা একমাত্র আমার প্ররিশর্মের ফল। সাথে পরিবারের গাইড লাইন।

 

সে বলে আমার নামের আগে?

এববিবিএস /ডাক্তার লাগানো শুধু আমার গর্ভ নয়।

এটা আমার পবিবার পরিজন সহ এলাকাবাসীর গর্ভ।

 

তার মূল লক্ষ ডাক্তার হয়ে সে দেশের অসহয় মানুষের পাশে দাড়ানো। সে সব সময় মানুষের সেবাই নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন।

 

সর্বপরি তার এই কৃতঙ্গতায় তার পরিবার পরিজন সহ অত্র এলাকাবাসী দোয়া ও শুভোকামনা ঙ্গাপন করেছেন।

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ