প্রতিনিধি 26 March 2025 , 5:36:24 প্রিন্ট সংস্করণ
২৬ মার্চ বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও সামাজিক -রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জাতির সমৃদ্ধি কামনায় ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, রচনা ,কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা । সরকারী – আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জা। এছাড়াও বিএনপি – জামায়াত ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে। উপজেলা ইউটিডিসি হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান সভাপতির বক্তৃতায় বলেন, স্বাধীনতা সংগ্রাম একবার হলেও, মুক্তির সংগ্রাম চলমান। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জান্নাত । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ ইসহাক আলী, মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, মুক্তিযোদ্ধা কাজী কাজিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাস্টার মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিঞা বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ও সাংবাদিক কল্যাণ ফোরাম এর সভাপতি অধ্যাপক খালেদ আহমদ শামসুল আলম পনির। এর আগে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং কুচকাওয়াজ প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিফাত জামিল তান্না। এদিকে উপজেলা বিএনপির স্বাধীনতা দিবসের বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিঞা বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ।