অপরাধ

স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

  প্রতিনিধি 3 February 2025 , 9:11:38 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

 

 

ভারতের হাওড়া জেলার সাঁকরাইলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে। স্ত্রীর দাবি ছিল, তাদের মেয়ে যাতে ভালো পড়াশোনা করতে পারে, ভালো বিয়ে হয়, সে কারণে তার স্বামীকে কিডনি বিক্রি করতে হবে।

 

 

স্বামীকে বোঝানো হয়, এই টাকায় পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। মেয়ের ভবিষ্যতে উজ্জল হবে। স্ত্রীর এই অনুরোধে, স্বামী তিন মাস আগে ১০ লাখ রুপিতে কিডনি বিক্রি করে ফেলেন।কিন্তু কিডনি বিক্রি করে স্বামী জানতে পারেন, স্ত্রী ইতিমধ্যে ফেসবুকে পরিচিত এক পেইন্টারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। স্বামীর কিডনি বিক্রি করা ১০ লাখ টাকা নিয়ে ওই পেইন্টারের সঙ্গে পালিয়ে যান ওই স্ত্রী।

 

 

ঘটনাটি জানার পর, স্বামী থানায় অভিযোগ করেন এবং স্ত্রীর সন্ধানে বের হন। তার পরিবারও বারাকপুরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে স্ত্রীর পরিবার দরজা থেকে তাদের ফিরিয়ে দেয়।

 

 

এ ঘটনায় ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়েছেন এবং স্বামীর পরিবারের কারো সঙ্গেই কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, এই দম্পত্তির ১০ বছরের একটি মেয়ে রয়েছে।

 

 

এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। যদিও ভারতে ১৯৯৪ সাল থেকে মানব অঙ্গের বেচাকেনা বেআইনি। তবে দানকারীর অভাবে এখনও অঙ্গ বেচাকেনা অব্যাহত রয়েছে। তথ্য: হিন্দুস্তান টাইমস।

Author

আরও খবর

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

অ্যাম্বুলেন্সে দিয়ে মাদক পরিবহন, গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩জনের যাবজ্জীবন কারাদণ্ড 

গাজীপুর টঙ্গীতে ৫০ কেজি গাঁজা উদ্ধার আটক ১

সাময়িক বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যান মঞ্জু

দিরাইয়ে জলমহাল থেকে অবৈধভাবে মাছ আহরণের দায়ে ৮ জন গ্রেফতার 

                   

জনপ্রিয় সংবাদ