জনতার দাবী

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার, তানিয়ার ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

  প্রতিনিধি 8 April 2025 , 9:17:29 প্রিন্ট সংস্করণ

মোঃ  সাব্বির আহমেদ

টাঙ্গাইলের সখিপুরে পরকীয়া সম্পর্ক নিয়ে বিরোধের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিয়ানপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জুয়েল রানা (৩৮) ওই গ্রামের মজনু সিকদারের ছেলে।

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জুয়েল রানা ও তানিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বেশ ভালোই চলছিল দাম্পত্য জীবন, কিন্তু সম্প্রতি জুয়েলের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে তানিয়া একাধিকবার স্বামীকে সাবধান করলেও কোনো ফল হয়নি।

অবশেষে শনিবার রাতে উত্তেজনার একপর্যায়ে কাঠের আড়ার টুকরো দিয়ে স্বামীকে আঘাত করে হত্যা করেন তানিয়া। ঘটনার পর জুয়েলের বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত তানিয়াকে গ্রেফতার করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে এবং তানিয়ার ফাঁসির দাবিতে সোমবার বিকেলে কীর্তনখোলা চৌরাস্তা এলাকায় এলাকাবাসী মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ