প্রতিনিধি 14 March 2025 , 4:29:47 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার
গতকাল বৃহস্পতিবার মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়ন এর তাউছ মিয়ার পুত্র
আহত ইমরান মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের
করেন মামলার আসামিরা হলেন,
সাবেক এমপি এডভোকেট আবু জাহির সাবেক উপজেলা চেয়ারম্যান মুতাছিরুল ইসলাম, সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী , জেলা ছাত্রলীগের সাব সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ , মাধবপুরের
পঙ্কজ কুমার সাহা, তৈবুর রহমান স্বপন সুজন রায় সহ, ৪০ দজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর প্রায় ২০০ জনকে আসামি করা হয় মামলাটি এফআইরগন্যে রুজ করা হয়!
গত ৪ আগষ্ট জেলা কার্যালয়ে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন? এতে ইমরান আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়!