প্রতিনিধি 11 December 2024 , 2:39:18 প্রিন্ট সংস্করণ
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মাহাবুব কামাল খান সুজন উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খাঁনের ছেলে। তিনি ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রংপুরে মামুনুর রশিদ মামুন নামে একজন নিহত হন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহার নামীয় ৮৬ নম্বর আসামি মাহাবুব কামাল খান সুজনকে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।