প্রতিনিধি 12 August 2025 , 7:49:58 প্রিন্ট সংস্করণ
বিশ্বাস করা কঠিন হলেও ঘটনাটি সত্যি! মধ্য চীনের হুবেই প্রদেশের ৯০ বছর বয়সী এক বৃদ্ধা গত ২০ বছর ধরে বাদাম ভাঙা থেকে শুরু করে পেরেক ঠোকার মতো দৈনন্দিন কাজে একটি গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি তার বাড়ি ভাঙার সময় এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ্যে আসে।
প্রায় দুই দশক আগে কিন নামের এই বৃদ্ধা তার খামারে কাজ করার সময় একটি অদ্ভুত ধাতব বস্তু খুঁজে পান। এটি দেখতে হাতুড়ির মতো হওয়ায় তিনি এটিকে বাড়িতে নিয়ে আসেন এবং বিভিন্ন গৃহস্থালী কাজে ব্যবহার করা শুরু করেন। তিনি মরিচ পেষা, বাদাম ভাঙা এবং পেরেক লাগানোর জন্য এটি নিয়মিত ব্যবহার করতেন।
গত ২৩শে জুন তার পুরনো বাড়িটি ভাঙার কাজ শুরু হলে শ্রমিকরা বস্তুটি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিশ্চিত করে যে এটি কোনো সাধারণ হাতুড়ি নয়, বরং একটি গ্রেনেড!
পুলিশ দ্রুত গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেয়। সবচেয়ে অবাক করা এবং স্বস্তির বিষয় হলো, এত বছর ধরে গ্রেনেডটি হাতুড়ি হিসেবে ব্যবহৃত হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃদ্ধার এই অবিশ্বাস্য গল্পটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।