হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় পণ্য চোরাকারবারীর হাতে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। চোরাইভাবে ভারতীয় পণ্য গোদামজাত করার সময় এ ঘটনা ঘটে।
গোপনে সংবাদ পেয়ে উপজেলার বড়বিলা নামক স্থানে উপস্থিত হয় সাংবাদিক কল্যাণ ফোরাম (সাকফোর) সমাজ কল্যান সম্পাদক কাওসার আহমেদ নয়ন। সে দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি।
শনিবার সকালে উপজেলার বড়বিলা নামক স্থানে এক নির্জন বাড়ি থেকে ভারতীয় পণ্য ব্লেড ও জিরা গোদামজাত করার সময় গোপনে ভিডিও ধারণ করে নয়ন। সে সময় তার উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীর কয়েকজন সদস্য এসে তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং শরীরে হাত দিয়ে লাঞ্ছিত করে। এসময় তাকে ভিডিওগুলো ডিলেট করে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের তোপের মুখে মোবাইল ফেরত দিতে বাধ্য হয়।
এ সময় চোরাকারবারীর এক সদস্য বলেন, আমরা পুলিশ সাংবাদিক সহ প্রশাসনকে টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করি। আমাদের ছয়শতাধিক লোক এ কাজে জড়িত রয়েছে। এটাই আমাদের কর্ম।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, একটি ডায়েরী করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।