হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলার কালাপাগলা জয়মঙ্গল এলাকায় অনুমোদনবিহীন জুসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটির মালিকের নাম আজহারুল ইসলাম বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) জনাবা জান্নাত।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট মহোদয়ের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছোট বড় বিভিন্ন সাইজের ১২৩ কার্টুন অনুমোদনহীন ভাবে উৎপাদিত জুস জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ কারখানাটি সীল করা হয় এবং ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।