হালুয়াঘাট প্রতিনিধি:
হালুয়াঘাটের ১২ নং স্বদেশী ইউনিয়নের ৬২ নং উত্তর ইটাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রতিটি কলাম নির্মানে ভায়ব্রেট ব্যবহার না করায় কলামের রড দেখা যায়। কিছু কিছু কলামে জোড়া তালি দিয়ে সংস্কার করতে দেখা গেছে,ফলে কলামের ভারসাম্য নিয়ে প্রশ্নের দেখা দিয়েছে। কোনো কোনো কলামের কংক্রিট খসে পরতে দেখা যায়। জানা যায়, ২ কোটি টাকা বাজেটে কাজটি হাতে পায় ময়মনসিংহে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কাজে অনিয়ম দেখে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেয়, এই বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রান্তুষ চন্দ্র সরকার বলেন,বিদ্যালয়ের নতুন ভবনের কাজে অনিয়ম দেখে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। নতুন ঠিকাদারের কাছে কাজ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।