হালুয়াঘাট প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার কিলঘুষিতে চাচা মাহবুল আলম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (আজ) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহবুল আলম ওই গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা জুনাইদ (৩০) একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এলাকাবাসী, নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুল আলম ও তার চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মাহবুল আলম তার বাড়ির পাশে একটি গোয়ালঘর নির্মাণ করতে গেলে আবু বক্কর বাধা দেন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
বাগবিতণ্ডার একপর্যায়ে জুনাইদ তার চাচা মাহবুল আলমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে মাহবুল ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময় সংঘর্ষে নিহতের ছোট ভাই রেজাউল করিম, এনামুল হক, রেজাউলের স্ত্রী নুরজাহান চৌধুরী (কনক) এবং তার দুই ছেলে মুরাদ ও রিয়াদ গুরুতর আহত হন। আহতদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ছেলে মুরাদ হোসেন বলেন, “আমি আমার বাবার হত্যাকারীদের সঠিক বিচার চাই।”
এ বিষয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছি। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”