অন্যান্য

হালুয়াঘাটে রোগাক্রান্ত ও বন্যার্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

  প্রতিনিধি 23 October 2024 , 4:54:31 প্রিন্ট সংস্করণ

কাউসার আহমেদ নয়ন :

হালুয়াঘাটে ১১নং আমতৈল ইউনিয়নে রোগাক্রান্ত ও বন্যার্তদের মানুষের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে হালুয়াঘাট উপজেলা বিএনপি।

হালুয়াঘাট সহ বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি নেমে যাওয়ায় মানুষের মাঝে বিভিন্ন পানি বাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েডসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হন।

তারই প্রেক্ষিতে হালুয়াঘাট উপজেলা বিএনপি আলহাজ্ব সৈয়দ মোয়াজ্জেম এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে ফ্রি চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

চিকিৎসা সেবা টি সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত মোট ২ হাজারের অধিক রোগীকে মোট ১৫ জন ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় করা হয়।

এ সময় আশেপাশের হাজারো মানুষ সেবা গ্রহণ করতে আসে এবং তাদেরকে বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন শফিকুর রহমান শফিক ( চেয়ারম্যান ১১ নং আমতৈল ইউনিয়ন পরিষদ)

আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য জনাব আরফান আলী সাহেব,

আবুল হাসনাত বদরুল কবির (ময়মনসিংহ উত্তর জেলা বিএনবি সদস্য)

অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আমজদ আলী, (সদস্য উত্তর জেলা ময়মনসিংহ)

জনাব পরান আলী কাঞ্চু (সভাপতি ১১ নং আমতৈল ইউনিয়ন বি এন পি)

মোনায়েম আলম খান খোকন ( সাবেক চেয়ারম্যান স্বদেশী ইউনিয়ন পরিষদ)

আব্দুল হাই (সাবেক চেয়ারম্যান, স্বদেশী ইউনিয়ন পরিষদ)

ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও হালুয়াঘাট উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক রুহুল আমিন খান,

জনাব মোস্তফা কামাল সরকার (দলিল লেখক সমিতির আহবায়ক ও ১১ নং আমতৈল ইউনিয়ন বিএনপির সদস্য)

হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর আরিফিন পাপন।সিরাজুল ইসলাম শাহিন (যুগ্ম আহবায়ক হালুয়াঘাট উপজেলা ছাত্রদল)

ফয়জুর রহমান তালুকদার (সদস্য উপজেলা সেচ্ছাসেবক দল, হালুয়াঘাট)

আনোয়ার হোসেন সাইমন( উপজেলা সেচ্ছাসেবক সদস্য)

শাহজালাল (আহবায়ক ১১নং আমতৈল ইউনিয়ন পরিষদ) আবু সুফিয়ান বাদশা (যুবদল নেতা)

এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ