অন্যান্য

হালুয়াঘাটে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে ইউএনও’র শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 9 July 2025 , 5:41:45 প্রিন্ট সংস্করণ

হালুয়াঘাট প্রতিনিধি :

হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট হালুয়াঘাট শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভাটি মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা কনফারেন্স হল রুমে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, হালুয়াঘাট শাখার সভাপতি অধ্যাপক জনাব আশরাফুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলী নূর খান।

সভাপতি তার বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সবাই ঐক্যবদ্ধভাবে শিক্ষকদের কল্যাণমূলক কাজসহ সব ধরণের উন্নয়ন কাজে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধান অতিথি জনাব আলী নূর খান শিক্ষকদের মাঝে কোনো ভেদাভেদ না রেখে সকলকে সাথে নিয়ে শিক্ষকদের কল্যাণে কাজ করার পরামর্শ দেন এবং সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক কেএম শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শেখ খালেদুজ্জামান আউলিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই আশাব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। সভায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ