অন্যান্য

হালুয়াঘাটে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

  প্রতিনিধি 22 August 2025 , 5:20:48 প্রিন্ট সংস্করণ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

হালুয়াঘাট উপজেলায় হাই স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ২০ আগস্ট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমত, হাসপাতাল সংলগ্ন ফার্মেসি ব্যতীত উপজেলার সকল দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। সভায় জানানো হয়, গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকায় মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তাই উপস্থিত সবার মতামতের ভিত্তিতে দোকান বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিতীয়ত, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কোনো শিক্ষার্থী ক্লাস চলাকালীন মোবাইল ফোন বহন করতে পারবে না। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মনোযোগী করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে সচেতন অভিভাবক মহল সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং তারা অসামাজিক কর্মকাণ্ডের দিকেও ঝুঁকছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এ ধরনের পদক্ষেপ সময়োপযোগী ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ