হালুয়াঘাট
কায়সার আহম্মেদ নয়ন
সৎ ও সাহসী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে শুরু হল হালুয়াঘাট সাংবাদিক কল্যাণ ফোরাম ( সাকফো) যা নিয়মতান্ত্রিক সাংবাদিকতার পাশাপাশি এটি কাজ করবে সাংবাদিকতার কল্যাণেও।
সোমবার (৩০.১২.২০২৪) হালুয়াঘাট মধ্য বাজারস্থ ‘খানাপিনা রেস্টুরেন্টে’ সাধারণ সভার মাধ্যমে আত্মপ্রকাশ করলো "সাংবাদিক কল্যাণ ফোরাম" এর কার্যকরী কমিটি।
সাংবাদিকতার কল্যাণে নিয়োজিত এই ফোরামকে ঘিরে ডানা মেলেছে নানা স্বপ্ন। ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রয়েছেন প্রবীণ ও তরুণ সাংবাদিকের পাশাপাশি কিছু নবীন সাংবাদিকও। সংশ্লিষ্ট সকলেই সততাকে ধরে রাখতে দৃঢ় প্রত্যয়ী হওয়ায় সেই স্বপ্ন এখন আকাশচুম্বী। উক্ত সংগঠনের
সভাপতি- খালেদ আহমদ শামসুল আলম পনির, সহ-সভাপতি- মীর মোহাম্মদ আহসান বাবুল ও আক্তার হোসেন, সাধারণ সম্পাদক- এ. কে. এম শামসুল ইসলাম মাহবুব, যুগ্ম সম্পাদক- আনসারুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক - শেখ খালেদুজ্জামান আউলিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক- রেজাউল করিম বাবুল, কোষাধক্ষ্য -আব্দুল হামিদ খান, দপ্তর সম্পাদক -সাইদুল ইসলাম, প্রকাশনা ও প্রচার সম্পাদক- খন্দকার ইলিয়াস সারোয়ার, শিক্ষা ও গবেষণা সম্পাদক- মাহমুদ আব্দুল্লাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক -হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -সুমন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক- প্রাণতোষ চন্দ্র দে, সমাজকল্যাণ সম্পাদক -কাউসার আহমেদ নয়ন, সদস্য-আমিরুল ইসলাম কাবিল, সৈয়দ গুলজার আহমেদ নাঈম, আলিমুল ইসলাম, সোহেল আল আজাদ।
সংবাদকর্মীদের বিপদে আপদে পাশে থাকার মহান লক্ষ্য নবগঠিত এই সংগঠনের।