সারাদেশ

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার!

  প্রতিনিধি 26 March 2025 , 7:25:11 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার। আর তা দেখেই শুরু হয় তুমুল বিতর্ক। ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচি একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনটিতে আইফেল টাওয়ারকে হিজাব পরা অবস্থায় দেখানো হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে ‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফরাসি জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশল।বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও, এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য অবমাননাকর।’
হিজাবপন্থি প্রচারণার অংশ হিসেবে এ বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ইসলামিক হিজাব পরার স্বাধীনতা প্রচার করা। তবে, এটি ফরাসি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, যারা এটিকে ‘বিপজ্জনক’ এবং ‘ফরাসি মূল্যবোধের’ পরিপন্থি বলে মনে করেছে।নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে। সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকানও চালু করেছে। তবে প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ