প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১১:০২ এ.এম
হুতির ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে বেজে উঠল সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই তা প্রতিহত করেছে। এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল। এই হামলায় ৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘কেবল শুরু’ হিসেবে বর্ণনা করেছেন এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে আরও তীব্র হামলার হুমকি দিয়েছেন।
এই পরিস্থিতিতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। এই ঘটনায় সাইরেন বেজে ওঠে, তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, হুথিরা এরইমধ্যে মূল্য দিয়েছে, এবং ভবিষ্যতেও দেবে। সূত্র: জেরুজালেম পোস্ট, রয়টার্স, গার্ডিয়ান
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.