চিলমারী উপজেলায় ২৪ সেপ্টেম্বর ২০২৪, রোজ, মঙ্গলবার, সকাল ১১ঘটিকায়,
থানাহাট বাজার জামে মসজিদের দ্বিতীয় তলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চিলমারী উপজেলার আগামী তিন বছরের জন্য ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনটি শুধুমাত্র কোরআনে হাফেজ দ্বারায় পরিচালিত হয়, বাংলাদেশের বিভিন্ন মাদরাসার হাফেজ ছাত্রদের আন্তর্জাতিকমানের কোরআন তেলোয়াত ও জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষে এই সংগঠনটি সৃষ্টি তৈরী করা হয়।
দেশব্যপী হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কমিটি হলেও চিলমারী উপজেলায় দ্বিতীয়বারের ন্যায় মাওঃ মোঃ আজিজুল ইসলাম, মুহতামিম- মদিনাতুল উলুম কওমী মাদরাসা, থানাহাট বাজার তার সভাপতিত্বে কমিটি গঠন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলার সম্মানিত অতিথি, হাফেজ শহিদুল ইসলাম, সহ-সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুড়িগ্রাম এছাড়াও জেলা ও উপজেলার সাবেক সদস্যগনরাও উপস্থিত থেকে হাফেজ মোঃ আবু তাহেরকে সভাপতি, হাফেজ মাওঃ নুর আলমকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মোঃ শাহ আলম বাদশাকে সাংগঠনিক সম্পাদক করে ও ৫ সদস্য উপদেষ্টার, প্রধান উপদেষ্টা ক্বারী মাওঃ আবু সাঈদ ১৮ সদস্য কমিটির নাম ঘোষনা করেন। উক্ত কমিটির মেয়াদ পুর্ন না হওয়া পযন্ত এক কমিটি বহাল থাকবে।কমিটির নাম ও বিশেষ আলোচনা শেষে মোনাজাত করে অনুষ্ঠান শেষ করেন।