অন্যান্য

হৃতিকের কাকা আমার স্কার্টের নিচে হাত দেন : লগ্নজিতা

  প্রতিনিধি 13 December 2024 , 2:15:10 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক

 

নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বলিউড বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যে কারণে টলিউডেও ‘নারী সুরক্ষা কমিটি’ তৈরির আবেদন উঠেছে একাধিকবার।বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে নারী নিগ্রহের ঘটনা এখন চর্চিত বিষয়। সম্প্রতি একাধিক অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকেও বহিষ্কার করেছে ডিরেক্টরস গিল্ড। সদ্য যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও এক পরিচালক-প্রযোজক। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

 

বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা শোবিজাঙ্গনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। কেউ কেউ ‘মি টু’ আন্দোলনে যোগ দিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা তুলে ধরেছেন। এবার এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা শোনা গেল ওপার বাংলার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। টলিউডে জায়গা পাকা করতে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় সকলকেই। বাদ যান না গায়ক-গায়িকারাও। মুম্বাইয়ের সেই গল্পটা বরাবরই কঠিন থাকে তারকাদের জন্য। আরব সাগর পারে নিজের জায়গা তৈরি করতে গিয়েছিলেন লগ্নজিতা। যার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ