অন্যান্য

হৃদয়বিদারক স্মরণ: আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

  প্রতিনিধি 13 August 2025 , 11:53:33 প্রিন্ট সংস্করণ

মাহতিম আহমেদ রাজা ঢাকা:

বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) পালন করা হচ্ছে।

২০২৩ সালের আজকের দিনে রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগের দিন, ১৩ আগস্ট বিকেলে বুকের ব্যথা ও অসুস্থতার কারণে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে তাকে বিএসএসএমইউতে স্থানান্তর করা হয়।

তার মৃত্যুর পর পরিবার ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তর থেকে অভিযোগ করা হয়েছে, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।

সাজানো মামলায় কারাগারে ছিলেন আল্লামা সাঈদী

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হন আল্লামা সাঈদী। একই বছরের ২ আগস্ট কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সাজানো মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়।

সংক্ষিপ্ত জীবনী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মাওলানা ইউসুফ সাঈদী, একজন ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় সম্পন্ন করেন, পরে খুলনা ও ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন।

১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। সর্বশেষ নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন।

রচনা ও তাফসির

মাওলানা সাঈদী পবিত্র কোরআনের তাফসির করেছেন, যা ‘তাফসিরে সাঈদী’ নামে পরিচিত। ইতোমধ্যেই ৫ খণ্ড প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি মহানবী হযরত মোহাম্মাদ (সা.)-এর জীবনীমূলক গ্রন্থ ‘সীরাতে সাইয়্যেদুল মুরসালিন’ রচনা করেছেন। ফিকহুল হাদিস, কোরআন, ইসলামে নারী ও শ্রমিক অধিকার, রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ ৭৭টি গ্রন্থ প্রকাশিত। চারটি গ্রন্থ ইংরেজিতে প্রকাশিত হয়েছে।

শ্রদ্ধা ও স্মরণ

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন, বাংলাদেশ মুফাসসির পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

আল্লামা সাঈদী রহ.-এর জীবন ও ত্যাগ স্মরণ করে বলা যায়, তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে মানুষের অন্তর জয় করেছেন এবং ইতিহাসে অমর হয়ে আছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ