সাব্বির খান
শ্রীমঙ্গলে কলেজছাত্র হৃদয় মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার অগ্রগতিতে দুটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগান এলাকা থেকে কমলগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হৃদয় মিয়ার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। গাছের সাথে বাঁধা অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ তদন্তে নামে এবং অবশেষে হত্যার মূল রহস্য উদঘাটন করে।